আমি ভীষণ দৃষ্টি নন্দন । ধনী দরিদ্র সবার জন্য, খাবারের মেনু তে আমি খুব দরকারি । কিন্তু আমার জন্য এখন চোখের পানি ফেলতে হয় । আমার দাম এখন মাছ মাংসের সমান । আমার এক কেজির দাম ৩০০ টাকা ।
আমি কি করবো বলো ???
অসহায় কিছু মানুষ নিরুপায় হয়ে , আমাকে কিনতে পারে না । শূন্য নিঃস্ব পরিবারের পান্তা ভাতে আমি ছিলাম অবিচ্ছেদ্য অংশ ।
আজ আমি সেই সব পরিবারের সদস্যদের জন্য কিছুই করতে পারছি না । আগে আমার ঝালে তোমাদের চোখের পাতা ভারী হতো , এখন তোমাদের পান্তা ভাতে আমি নেই । শূন্যতা আমাকে উপহার দিয়েছে, এক বুক হাহাকার ।
আজ আমার আর কোন ঝাল নেই ।
আমার মন ভরা অসহায়ত্ব ।
তোমাদের পুরানো বাকা হয়ে যাওয়া পান্তা ভাতের থালা তে নেই আমি ।
আমার নাম ” কাঁচা মরিচ “,
আমি এক হাহাকার ।
ফারহানা মোবিন ।
চিকিৎসক ও লেখক ।
২৮.১০.১৭