এম, আবদুল মন্নান, সংযুক্ত আরব আমিরাতঃ গত ১১ই আগস্ট বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবী বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে চট্টগ্রামের নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী ঐক্যফোরামের উদ্দ্যোগে আমিরাতের বাংলাদেশ নিযুুক্ত মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারীকরণের দাবীতে স্বারকলিপি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত।
নাজির হাট কলেজ ঐক্য ফোরামের আহবায়ক নাছির তালুকদারের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন আবুধাবী বঙ্গবন্ধুর পরিষদের সভাপতি কমিউনিটি নেতা আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, নাজিরহাট কলেজ ছাএ-ছাত্রী ঐক্য ফোরামের যুগ্ন আহবায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ আরো অনেকে।

নাজিরহাট কলেজের প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, সরকার ইতিমধ্যে সারা দেশে ১৯০ টিরও বেশি কলেজ’কে সরকারী করণের ঘোষনা দিয়েছেন। তার মধ্যে নাজিরহাট কলেজ অন্যতম দাবীদার। এই কলেজটি ৫৫ একর জমা বা জায়গার উপর নির্মিত যা চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম কলেজ।
রাষ্টদূত বলেন, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যারা বিদ্যানুরাগী ছিলেন তারা বিভিন্ন সময় এই ধরনের বড় বড় জায়গা নিয়ে কলেজ করে গেছেন। পরে সরকার সেগুলোকে জাতীয় করণ করেছে বলে মনে করেন বাংলাদেশি রাষ্ট্রদূত।
আলোচনা সভা শেষে সবার উপস্থিতে রাষ্ট্রদূতের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন ফোরামের নেত্ববৃন্দরা।