এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ শফিউল বারী বাবুকে সভাপতি ও আবদুল কাদের ভুঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি। সাত বছর পর বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেল সোয়া ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গঠনতন্ত্রের ১৩ ও ৮ (১) এর বিধানবলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন।
নতুন কমিটিতে মোস্তাফিজুর রহমান সিনিয়র সহ-সভাপতি, গোলাম সরোয়ার সহ-সভাপতি, সাইফুল ইসলাম ফিরোজ ও সাদরাজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইয়াসিন আলীর নাম সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. শফিউজ্জামান খোকন বিএনপির গঠনতন্ত্রে এক ব্যক্তির এক পদ বিধানের পরিপ্রেক্ষিতে সংগঠনের সাধারণ সম্পাদক পদ হতে অব্যাহতি নেয়ার কারণে চেয়ারপারসনের নির্দেশক্রমে সাদেক আহমেদ খানকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক হিসেবে দলটির গঠনতন্ত্রের ১৩ ও ৮ (১) এর বিধানবলে দলের মহাসচিব মনোনীত করেছেন।
২০০৯ সালের অগাস্টে হাবিব-উন নবী খান সোহেলকে সভাপতি, মীর সরফত আলী সপুকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর একবছর পর ৩৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ইতিমধ্যে হাবিব উন নবী খান সোহেলকে বিএনপির যুগ্ম মহাসচিব এবং মীর সরফত আলী সপুকে দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক করা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন শফিউল বারী বাবু। অপরদিকে আবদুল কাদের ভূঁইয়া জুয়েল জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হিসেবে সবশেষ দায়িত্ব পালন করেছেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই