সাভার থেকে জাকির সিকদার :সাভারে সোমবার বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রানা প্লাজার সামনে এসে শেষ হয়। এ সময় আনন্দ মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দি আর্থ’ ও ‘আইসিটি টেকসই উন্নয়ন’ পুরস্কার গ্রহণের মাধ্যমে দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে সম্মানিত করেছেন বলে তারা বলেন। সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দি আর্থ’ ও ‘আইসিটি টেকসই উন্নয়ন’ পুরস্কার লাভ করায় সাভারে আনন্দ মিছিল করেছে হকার্স লীগের নেতাকর্মীরা।
সোমবার বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রানা প্লাজার সামনে এসে শেষ হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. এনামুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল গণি ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব সহ আরো অনেকে।আওয়ামী লীগের ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ করে আনন্দ মিছিল করায় সাভার ষ্ট্যান্ড থেকে রেডিওকলোনী পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়।যাত্রীরা এসময় চরম দুর্ভোগে পড়েন।