সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকারীদের ওপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
শনিবার স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।
বিবৃতিতে তারা বলেন, স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক হাফেজ ওয়াসেক বর্তমান অবৈধ সরকারের হাতে অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করছিলেন। সরকার গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারে বিশ্বাস করে না বলেই তাকে গ্রেপ্তার করে নির্যাতন চালাচ্ছে।
বিবৃতিতে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করা হয়। একইসঙ্গে নিরপেক্ষ সরকারের অধীনে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানানো হয়।