কূটনীতিক প্রতিনিধিঃ একদিকে যখন কুয়েত আওয়ামীলীগ একাংশের সভাপতি সাদেক হুসেন ও অন্যান্য আওয়ামী নেতৃবৃন্দ সহ সদ্য বিদায়ী কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আসহাব উদ্দিন এনডিসি,পিএসসি (অঃ) এর বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে কুয়েতের গণমাধ্যমের কর্মীবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
ঠিক তার তিন দিনের মাথায় বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখার সংখ্যাগরিষ্ট অন্যাংশের উদ্যোগে সদ্য বিদায়ী কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আসহাব উদ্দিন এনডিসি,পিএসসি (অঃ) কর্তৃক কুয়েত প্রবাসী বাংলাদেশীদের বৃহৎ স্বার্থে অবর্ণনীয় কল্যাণমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে নেতৃবৃন্দরা এর ভূয়সী প্রশংসা করেছেন।
গত ৬ই মার্চ ২০১৬ ইং রোজ শুক্রবার রাত ৯ ঘটিকায় কুয়েত সিটিস্থ গুলশান হোটেলে বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত রাজ্য শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ্ নেওয়াজ নজরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম এর যৌথ প্রাণবন্ত সঞ্চালনায় ও সেকান্দর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত রাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা আতাউল গনি মামুন।
বিশেষ অতিথি হিসেবে মূল মঞ্চে উপস্থিত ছিলেন,আওয়ামী রাজনীতিবিদ ও সাংবাদিক আব্দুর রউফ মাওলা, জাতীয়পার্টি কুয়েত রাজ্য শাখার সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল, কামাল উদ্দিন মানিক প্রমুখ।
সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার অনুষ্টান শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট লেখক ফোরামের সভাপতি ও কবি আব্দুল মালিক।
উক্ত সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বৃহত্তর সিলেট প্রবাসী সমবায় সমিতির সভাপতি ইউনুছ মতিন, স্বেচ্ছাসেবক লীগ কুয়েত শাখার সভাপতি আবুল কালাম আজাদ, আবু মুসা, জাহাঙ্গীর আলম,আঃলীগ হাসাবিয়া শাখার সভাপতি শেখ সবেদ আলী, আবুল কালাম সিকদার,আঃলীগ কুয়েত শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এস এম আহাদ, আলী আব্দুল ওয়াহিদ, মোঃ ইসমাইল, প্রবীণ রাজনীতিবিদ ও সাংবাদিক আব্দুর রউফ মাওলা, কামাল উদ্দিন মানিক,আঃলীগ কুয়েতের উপদেষ্টা আতাউল গনি মামুন প্রমুখ।
এদিকে বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দরা তীব্র প্রতিবাদী কণ্ঠে বলেন, সদ্য বিদায়ী কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আসহাব উদ্দিন এনডিসি, পিএসসি (অঃ) এর বিভিন্ন নৈতিক, আদর্শিক সহ ইত্যাদি ইতিবাচক কর্মকাণ্ডের ভাবমূর্তি বিনষ্ট করার লক্ষ্যে তথা বাংলাদেশ সরকারের অর্জিত সীমাহীন সুনাম ক্ষুণ্ণ করার জন্য কতিপয় আওয়ামী মুখোশধারী,প্রতারক, চরিত্রহীন ও সুবিধাবাদীরা সম্প্রতি এক মতবিনিময় সভায় মান্যবর রাষ্ট্রদূতের বিরুদ্ধে কুৎসা রটনা করেন।
একজন রাষ্ট্রের কর্মচারী বা রাষ্ট্রদূতের বিরুদ্ধে এহেন অপপ্রচার মূলত এটি এক ধরণের রাষ্ট্রদ্রুহিতার সামিল বলে যোগ করেন নেতৃবৃন্দরা।
আরো বলেন, আমাদের আজকের এই সভা থেকে বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখার পক্ষ থেকে সেইসব কতিপয় চরিত্রহীন, স্বার্থপরদের উদ্দেশ্য প্রণোদিত সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে চরম নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
নেতৃবৃন্দরা আরো বলেন, সদ্য বিদায়ী কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আসহাব উদ্দিন এনডিসি, পিএসসি (অঃ) ছিলেন দৃঢ সংকল্পের সাথে স্বীয় নীতির উপর অবিচল, দয়ালু,মহানুভব, সহানুভূতিশীল, সৎ ও অসীম সাহসী ব্যক্তি; যার তুলনা কেবল তিনি নিজেই।
মেজর জেনারেল মোঃ আসহাব উদ্দিন এনডিসি,পিএসসি (অঃ) ২০১৩ ইং সনের সেপ্টেম্বর মাসে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণের পর থেকে শুরু করে ২০১৬ ইং সনের ১৭ই ফেব্রুয়ারি পর্যন্ত বিরামহীন দেশ-জাতি (প্রবাসীর) ও রাষ্ট্রেরে কল্যাণের জন্য কাজ করে গেছেন।
তিনি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন কালে যেমন কুয়েতে উনার উদ্যোগে ও বিশিষ্ট ব্যবসায়ীদের অর্থায়নে প্রতিষ্টিত হয়েছে একটি স্কুল (মর্নিং গ্লোরি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল), চালু হয়েছে বাংলা ভাষায় টেলিভিশনে ও রেডিওতে বিভিন্ন অনুষ্টান সম্প্রচার,রাষ্ট্রদূত খোদ নিজে সপ্তাহে একদিন প্রবাসীদের একান্ত কাছে বসে তাদের সুখদুঃখের কথা শুনেন(ওপেন ডে ফোরামের মাধ্যমে)
নেতৃবৃন্দরা বলেন, রাষ্ট্রদূত যখন’ই শুনেছেন কোনো প্রবাসী গুরুতর অসুস্থবস্থায় হাঁসপাতালের বিছানায় পরে আছেন; তখন তিনি নিজে গিয়ে সেইসব অসুস্থ প্রবাসীদের সাথে সাক্ষাৎ করেছেন, কদাচিৎ কোনো কর্মব্যস্ততার কারণে তিনি নিজে না যেতে পারলে দূতাবাসের যেকোনো কর্মকর্তাকে পাঠিয়েছেন।
নেতৃবৃন্দরা বলেন, রাষ্ট্রদূত প্রায় প্রতি শুক্রবারে জুম্মার নামাজ বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া মসজিদে আদায় করে থাকতেন।
এছাড়াও কুয়েতের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গন, ক্রীড়া অঙ্গন, সাহিত্য অঙ্গন সহ বিভিন্ন ক্ষেত্রে যেনো উনার মাধ্যমে এক দুর্লভ প্রাণ ফিরে পেয়েছিল। পাশাপাশি উনার উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব সহ বাংলাদেশের জাতিয় দিবস গুলো বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে প্রতিবার পালিত হয়েছে।
নেতৃবৃন্দরা বলেন, দীর্ঘদিন দিন ধরে কুয়েতে বন্ধ থাকা বাংলাদেশী শ্রমবাজার সদ্য বিদায়ী রাষ্ট্রদূতের ঐকান্তিক প্রচেষ্টায় ফের চালু হয়েছে; ফলে এখন কুয়েতের শ্রমিকদের পাঠানো অর্থের মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্স ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
এছাড়াও সদ্য বিদায়ী রাষ্ট্রদূতের মাধ্যমেই কুয়েতের সাথে বাংলাদেশের কূটনীতিক সম্পর্কের উন্নতি হয়েছে।
এদিকে নেতৃবৃন্দরা বর্তমান বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, যদি সরকার সত্যিকার্থে কুয়েত প্রবাসীদের সার্বিক কল্যাণ আশা করেন; তবে যেনো মেজর জেনারেল আসহাব উদ্দিন এনডিসি, পিএসসি (অঃ) কে পুনরায় নতুন মেয়াদে কুয়েতে রাষ্ট্রদূত হিসেবে পুনর্বহাল করেন।