জগলুল হুদা, রাঙ্গুনিয়া : চুয়েট স্কুল এন্ড কলেজ থেকে এবার এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে গরীব অসহায় পরিবারের কন্যা আসমা উল হুসনা। রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের গুণগুনিয়া বেতাগী গ্রামে বাড়ি তাদের। পিতা মোহাম্মদ শাহজাহান উপজেলার পোমরা ইউনিয়নের পোমরা আইডিয়াল কেজি স্কুলে মাত্র ১২’শ টাকা বেতনে চাকরি করেন। অভাবের সংসার তাদের। কিন্তু শত দারিদ্রতার মধ্যেও মেয়ের লেখাপড়া চালিয়ে যাচ্ছে শাহজাহান। তার দুই ছেলে মেয়ে রয়েছে। ছোট ছেলে চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করেছে। সেও বিগত উপজেলার একটি বেসরকারী বৃত্তি অর্জন করেছিল। অভাবের কারণে যখন মেয়ের লেখাপড়া বন্ধের উপক্রম হল তখন মেয়ের স্কুলের শিক্ষকরা এগিয়ে এল। শিক্ষকরা উপবৃত্তির ব্যবস্থা করে দিয়ে পড়ালেখা চালিয়ে নেওয়ার সুযোগ দেয়। এতে নব উদ্যমে লেখাপড়া শুরু করে আসমা।
আসমার গৃহিনী মা জেসমিন আক্তার লাকী জানায়, তাদের নিজস্ব জমি জমা বলতে কিছুই নেই। আসমার বাবা কেজি স্কুলে মাত্র ১২’শত টাকা বেতনে চাকরি করে। এছাড়া অন্য কোন আয় না থাকায় অর্থাভাবে ছেলে-মেয়ের প্রয়োজনীয় খাতা ও বইপত্র কিনে দিতে পর্যন্ত হিমশীম খেতে হয়েছে।
আসমা উল হুসনা এস.এস.সি পরীক্ষায় ভাল ফলাফলের জন্য মা-বাবার উৎসাহ ও বিদ্যালয়ের শিক্ষকদের অনুপ্রেরণা কথা বলেছেন। আসমা লেখাপড়া শেষ করে মা বাবার দারিদ্র ঘুছাতে চায়। কিন্তু অর্থাভাবে শেষ পর্যন্ত তার লেখাপড়া চালিয়ে নিতে পারবে কি না এ নিয়ে আসমার মা বাবা ভিষণ চিন্তিত।