রাঙ্গুনিয়া প্রতিনিধি : রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে সকলকে সজাগ থাকতে হবে। খাদ্য মজুদ করে উচ্চ মূল্যে বিক্রি করা যাবে না। খাদ্যে ভেজাল দেওয়ার বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। রমজান মাসে পবিত্রতা রক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বুধবার (১৮ মে) উপজেলা সম্মেলন কক্ষে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলীশাহ একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা ভাইচ চেয়ারম্যান মোহাম্মদ আকতার হোসেন, মহিলা ভাইচ চেয়ারম্যান এডভোকেট রেহানা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তফা কামাল, স্বাস্থ্য কর্মকর্তা নাজমুন আক্তার, কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, উপজেলা প্রকৌশলী লিয়াকত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, পল্লী বিদ্যুতের ডিজিএম মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, জনস্বাস্থ্য ও প্রকৌশলী একেএম সাইফুল আলম, আনসার ভিডিপি কর্মকর্তা অংলা মার্মা, ইউসিসি চেয়ারম্যান সাদেকুননূর সিকদার, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি মাষ্টার আসলাম খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি, ইউপি চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন ইদ্রিছ আজগর, পেয়ারুল হক চৌধুরী স্বপন, রহিম উদ্দীন চৌধুরী, মো. সেলিম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব প্রমুখ।