নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজার শহরস্থ এডুএইড টিউটোরিয়াল এর ছাত্রছাত্রী “শিক্ষক দিবস” উপলক্ষে Teacher Celebration নামে এক আলোচনা সভার আয়োজন করে।
EduAid Toturial এর পরিচারক জনাব মাহফুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আলী।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফারহানা মালিহা চৌধুরী ও সৈয়দা নুসরাত জাহান মীম এর যৌথ উপস্থাপনায় পরিচালিত অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা এক বিশাল কেক কেটে ফলক উম্মোচন করেন।
অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন এডুএইড এর ইংরেজি বিভাগের শিক্ষক জনাব কবির উদ্দিন শাহিন, গণিত বিভাগের শিক্ষক বাবু সুজিত সেন, এক্সাম কোঅর্ডিনেটর খিজির মুহাম্মদ জুলফিকার, কোর্স কোঅর্ডিনেটর আমিনা ইসলাম আইরিন, এডমিন অফিসার সৈয়দ জাহিদুল হক নাহিদ।
এছাড়াও শিক্ষার্থীদের পক্ষে সপ্তম, অষ্টম শ্রেণি-সহ অন্যান্য শিক্ষার্থীরা শিক্ষকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তৃতায় জনাব মোহাম্মদ আলী বলেন EduAid Tutorial এর শিক্ষার্থীদের এই আয়োজন প্রমান করে EduAid এর পাঠদান পদ্ধতি ও শিক্ষা কার্যক্রম এর পরিবেশ একটু ভিন্ন ও আন্তরিক। এখানের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের যেমন সম্মান করে তেমনি আপন হিসেবে গ্রহণ করে নিয়েছে।
সভাপতির বক্তব্যে জনাব মাহফুজুল ইসলাম বলেন ভালো শিক্ষার্থীরা যখন শিক্ষক পেশায় নিজেদের স্থাপন করবেন তখনই সমাজে শিক্ষকদের মর্যাদা আরও সুদৃঢ় হবে। আমরা শুধুমাত্র একদিন শিক্ষক দিবস করতে চাই না, আমাদের আশা শিক্ষার্থীরা তাদের শিক্ষকের সাথে ভালো আচরণের মাধ্যমে প্রতিটিদিনকেই শিক্ষক দিবসে রূপান্তর করবে।