বৃহস্পতিবার শহর দুটিতে এ কারফিউ জারি করা হয়। সৌদি আরবে ১৭০০’র বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত এবং ১৬ জন মারা যাওয়ায় দেশটি এ কড়াকড়ির পদক্ষেপ নিয়েছে।
তবে কারফিউয়ের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যেমন: ওষুধসহ চিকিৎসা সামগ্রী, খাদ্যপণ্য কেনা এবং চিকিৎসা সেবার প্রয়োজনে মানুষ ঘরের বাইরে যেতে পারবে বলে এক বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। তাছাড়া, গাড়িতে কেবল একজন যাত্রীই বহন করা যাবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সৌদি আরব আরো অনেক পদক্ষেপ নিয়েছে। দেশটিতে বন্ধ করা হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট, বহু জনসমাগম এলাকা এবং বন্ধ করা হয়েছে ওমরাহ পালনও।
করোনাভাইরাসের মহামারীর কারণে এখনই হজের পরিকল্পনা না করে পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শও দিয়েছে সৌদি আরব।
এসব পদক্ষেপের পাশাপাশি মানুষের চলাফেরাতেও এখন কড়াকড়ি করা হচ্ছে মক্কা, মদিনা, রাজধানী রিয়াদ এবং জেদ্দাতেও। এ সব শহরে মানুষের ঢোকা এবং বের হওয়ার ওপর কড়াকড়ি করা হচ্ছে। মক্কা ও মদিনার আশেপাশের কয়েকটি এলাকা পুরো লকডাউনে রয়েছে।
সূত্র, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম