আ হ জুবেদঃ আপনাদের উপরই নির্ভর করছে দক্ষ জনশক্তি বিদেশে আরো বেশি বেশি করে আসা।
এজন্য আপনাদের দায়িত্ব ও কর্তব্য বিদেশে আমাদের দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে কাজ করতে হবে। এদেশে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে দক্ষ জনশক্তির চাহিদা মেটাতে আমাদের দেশ সক্ষম।
কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দেশটির বিভিন্ন সরকারী হাসপাতালে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশী নার্সদের প্রথম ব্যাচের ৫০ জন নার্স’র পরিচিতি সভায় এসব কথা বলেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি নার্সদের কুয়েতে আসার ক্ষেত্রে বোয়েসেল ও বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি আরো বলেন, সমস্যা থাকতেই পারে, এজন্য দূতাবাস এখানে রয়েছে আপনাদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য।
মঙ্গলবার (২১ জুন) কুয়েতের বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত বাংলাদেশি নার্সদের পরিচিতি সভা পরিচালনা করেন, রাষ্ট্রদূত’র ব্যক্তিগত কর্মকর্তা জিহন ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি গ্রুপ জেনারেল ট্রেডিং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট (স্থানীয় নাগরিক) মোহাম্মদ আব্দুল রহমান আল কাবন্দী প্রমুখ।
এছাড়াও কুয়েতে বাংলাদেশ দূতাবাসের সিনিয়র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শেষে কুয়েতের নানা দিক নিয়ে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।