ইউরোপের অন্যতম ধনী দেশ আয়ারল্যান্ড। আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা এবং ইউরোপের দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ডে তুলনামূলক খরচ কম হওয়ায় শিক্ষার্থীদের পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে দেশটি। আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং তালিকার ওপরের দিকে রয়েছে। বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দিচ্ছে দেশটির সরকার। ‘আয়ারল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ’-এর আওতায় শিক্ষার্থীরা কোনো ধরনের টিউশন ফি ছাড়াই স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি করতে পারবেন। ৬০ জনকে এই স্কলারশিপ দেওয়া হবে।
সুযোগ-সুবিধা
• সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
• বছরে ১০ হাজার ইউরো দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯ লাখ ৭০ হাজার টাকা।
• ১ বছরের জন্য এই স্কলারশিপ দেওয়া হবে।
• গবেষণা ব্যয়সহ নানান ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
• স্নাতকের জন্য উচ্চমাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
• স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
• পিএইচডির জন্য স্নাতক ও স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে।
• উচ্চতর যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
• সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে হবে।
• ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। বিশ্ববিদ্যালয়ভেদে আলাদা মানদণ্ড রয়েছে।
• বিশ্ববিদ্যালয়গুলোর প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
• স্নাতক প্রোগ্রামে যদি এ দেশে পড়তে চান, তাহলে আপনার থাকতে হবে ১২ বছরের শিক্ষাজীবন; অর্থাৎ এইচএসসি পাস হতে হবে।
• আইইএলটিএসে ৫.৫ থেকে ৬.০ পয়েন্ট পেতে হবে অথবা টোয়েফলের সিবিটিতে ২১৩ বা আইবিটিতে ৭৯ থেকে ৮০ পয়েন্ট থাকতে হবে।
• আপনি যদি স্নাতকোত্তর প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান তাহলে আপনার থাকতে হবে ১৬ বছরের শিক্ষাজীবন, অর্থাৎ আপনাকে শেষ করতে হবে ব্যাচেলর ডিগ্রি এবং আপনাকে আইইএলটিএসে ৬.০ থেকে ৬.৫ পয়েন্ট পেতে হবে অথবা টোয়েফলের সিবিটিতে ২১৩ থেকে ২৩৭ বা আইবিটিতে ৭৯ থেকে ৯৩ পয়েন্ট থাকতে হবে। আপনার জিআরই বা জিম্যাটের প্রয়োজন হবে কি না, সেটা নির্ভর করবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন তার ওপর।
প্রয়োজনীয় কাগজপত্র
• জীবনবৃত্তান্ত (সিভি)।
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
• রিকমেন্ডেশন লেটার।
• মোটিভেশন লেটার।
• পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি
• সব মার্কশিট ও সনদ
• হেলথ ইনস্যুরেন্স ও মেডিকেল রিপোর্ট
• ব্যাংক সলভেন্সি পেপার
• অফার লেটার
• পুলিশ ক্লিয়ারেন্স
আবেদনের প্রক্রিয়া
বিস্তারিত জানতে ও আবেদন ওয়েবসাইটে
https://www.tcd.ie/study/international/scholarships/Postgraduate/goi.php ভিজিট করতে হবে।