বগুড়া প্রতিনিধিঃ শেষ হয়ে যাচ্ছে অগ্রহায়ণ মাস। ঋতু বৈচিত্র্যের পালাবদলে আসছে পৌষ। সেই সঙ্গে উত্তরাঞ্চলে আসছে হাড় কাঁপানো শীত। পৌষ-মাঘ শীতের মূল মৌসুম হলেও হেমন্ত থেকেই উত্তরাঞ্চলে শীত অনুভূত হতে থাকে। ঘাসের ডগায় জমানো শিশির বিন্দু জানান দেয় শীতের আগামনী বারতা।
ভোরের সূর্যোদয় হয় কুয়াশার বুক চিড়ে। সকালে চলে মিষ্টি রোদের খেলা। বিকেলের সাদা আকাশে শোভা পায় থোকা-থোকা সাদা মেঘের ভেলা। সন্ধ্যা নামতেই কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে চারদিকটা। ভোরের সূর্যোদয় আর সন্ধ্যায় সূর্য ডোবার আগে সড়ক-মহাসড়কে চলন্ত যানবাহনের হেডলাইট জ্বালিয়ে দেন চালক। গতিও