ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় তায়িজ প্রদেশে সৌদি আরবের বর্বর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় সৌদি আরব এ হামলা চালায়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্র জনিয়েছে, আল-মুখা জেলায় সৌদি বিমান থেকে ২০০টি আবাসিক ইউনিটের ওপর বিমান হামলা চালানো হয়েছে। এসব ভবনে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান বাসবাস করতেন।
আল-মাসিরা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জানাচ্ছে, গতকালের বিমান হামলায় অন্তত ১৫০ জন আহত হয়েছে। ওই এলাকা থেকে আসা খবরে বলা হচ্ছে- বিমান হামলায় নিহতদের বেশিরভাগই এতটাই মারাত্মকভাবে পুড়ে গেছে যে, তাদেরকে শনাক্ত করা যাচ্ছে না। নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক লোকজন রয়েছেন।
বোমা হামলায় বহু ভবন বিধ্বস্ত হওয়ায় উদ্ধারকর্মী ও অ্যাম্বুলেন্স পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এছাড়া, উদ্ধার কর্মীদের ওপরও সৌদি আরব কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। – সূত্র : আইআরআইবি।