আন্তর্জাতিক ডেস্ক : আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে স্পেনের স্বায়ত্বশাসিত অঞ্চল কাতালোনিয়ার পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচন। আর এতে একমাত্র প্রার্থী স্বাধীনতাপন্থি নেতা কার্লেস পুজদেমন। যিনি এখন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বসবাস করছেন। তার জয় পাওয়াটা সময়ের ব্যাপার হলেও তাতে বাধা দাঁড়িয়ছে আদালত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, স্পেনের একটি সাংবিধানিক আদালত বলেছে, বাইরে থেকে অঞ্চলটির পার্লামেন্টের নেতৃত্ব দিতে পারবেন না তিনি। আদালতের কাছে স্পেন সরকারের আবেদনের প্রেক্ষিতে এমন আদেশ দেয়া হয়। এতে বলা হয়, দেশের বাইরে থেকে শপথ নিতে পারবেন না কাতালুনিয়ার প্রেসিডেন্ট। হাজির থাকতে হবে সশরীরে।
পুজদেমনের সমর্থকদের দাবি বাইরে থেকেও প্রযুক্তির মাধ্যমে ভিডিও লিঙ্কে সংযুক্ত থেকেও দায়িত্ব পালন করতে পারবেন তিনি। তবে স্পেন বলছে কোনও ‘পলাতক’ আঞ্চলিক পার্লামেন্টের নেতৃত্ব দিতে পারেন না।
এর ফলে ফের অনিশ্চয়তায় পড়লো কাতালুনিয়ার সরকার গঠন প্রক্রিয়া। কারণ পুজদেমনের বিরুদ্ধে মাদ্রিদ রাষ্ট্রদ্রোহিতা মামলা করায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। দেশে ফিরলে ৩০ বছর পর্যন্ত সাজা হতে পারে তার। গেল ডিসেম্বরে কাতালুনিয়ার আঞ্চলিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় তার নেতৃত্বাধীন জোট।