এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ রোটার্যাক্ট জেলা সংগঠন- ৩২৮১ এর উদ্যেগে জেলা কর্মকর্তাদের কর্মশালা ও প্রশিক্ষণ “মেলো- ২০১৫” এবং জেলা অভিষেক “ডিগনিটি- ২০১৫” সম্পন্ন হয়েছে ।
শুক্রবার সকালে ৯টায় ঢাকার র্ফামগেটে অবস্থিত কৃষিবীদ ইনস্টিটিউট অফ বাংলাদেশের হল রুমে দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রোগ্রাম চলে রাত পর্যন্ত। জেলার ১৯০ ক্লাবের মধ্যে ৩০০ জন অফিশিয়ালস প্রােগ্রামে যোগদান করে।
জেলা রোটার্যাক্ট প্রতিনিধি রোটার্যাক্টর পি. পি শাহ্ মোঃ তাকভিরের সভাপতিত্বে দুই পর্বের প্রথম পর্বের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্ণর রোটারিয়ান অধ্যাপক এম হাফিজউল্লা। দ্বিতীয় পর্বের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন গভর্ণর অধ্যাপক এম জালাল ইউ আহম্মেদ।
জেলা রোটার্যাক্ট প্রতিনিধি রোটার্যাক্টর পি. পি শাহ্ মোঃ তাকভির ও জেলা রোটার্যাক্ট পি. পি মোঃ সালাউদ্দিন খান মাসুমের উপস্থিতিতে অনুষ্ঠানের চেয়ারম্যান রোটার্যাক্টর ইমতিয়াজ রফিক জর্জ জেলা কর্মকর্তাদের কর্মশালা ও প্র্রশিক্ষণ “মেলো-২০১৫” এর উদ্ভোধন ঘোষনা করেন।
মধ্যান্নভোজের পর দ্বিতীয় পর্বের প্রধান অতিথির উপস্থিতে জেলা অভিষেক “ডিগনিটি- ২০১৫” এর শুভ উদ্ভোধন ঘোষনা করেন ডিগনিটি-২০১৫ এর চেয়ারম্যান রোটার্যাক্টর মাহমুদুর রহমান বাপ্পি। রোটার্যাক্টর পি. পি শাহ্ মোঃ তাকভির দ্বিতীয় পর্ব পরিচালনা করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোখলেছুর রহমান (এম.পি.এইচ. এফ, ডি.আর.সি.সি) এবং সর্ব কনিষ্ট টেষ্ট সেনচুরিয়ান ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।
রোটারিয়ান এম রাকিব সরদার এবং প্রাক্তন পিডিআরআর ইলমুল হক সজীব ট্রেনিং অংশ পরিচালনা করেন।
জেলা রোটার্যাক্ট প্রতিনিধি রোটার্যাক্টর পি. পি শাহ্ মোঃ তাকভির বলেন, রোটার্যাক্টরা নিজের আচার আচারণ এবং আত্নবিশ্বাস বৃদ্ধি করে নিজের উন্নায়ন করবে। পাশাপাশি সমাজের উন্নয়ন করবে। আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি কোন রোটার্যাক্ট ড্রাগ এবং যৌতুকের সাথে জড়িত না।
প্রোগ্রামের হোস্ট ক্লাব হিসাবে দায়িত্ব পালন করে, রোটার্যাক্ট ক্লাব অফ মেন্ট্রোপলিটন রাজশাহী এবং রোটার্যাক্ট ক্লাব পূর্বাশা প্লাস।
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জেলার রোটার্যাক্টর গণ প্রােগ্রামে উপস্থিত হয়ে দিনব্যাপী প্রােগ্রামকে সাফল্য মণ্ডিত করেন। প্রােগ্রামের শেষে নৃত্য ও মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই