রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় অনলাইনে বার্ষিক শিক্ষা জরিপ বাস্তবায়নের লক্ষে স্কুল, কলেজ ও মার্দাসা ব্যানবেইস জরিপ বিষয়ক কর্মশালা উপজেলা সম্মেলন কক্ষে বুধবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। একাডেমিক সুপারভাইজার বদরুল আলম ভূইয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিরেন ইউসিসিএ লিমেটেডেরে চেয়ারম্যান ছাদেকুননূর সিকদার। উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, রাঙ্গুনিয়া কলেজ অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী, পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম গোলাম নূর ইকবাল, আইসিটি শিক্ষক জগলুল হুদা, মোহাম্মদ শাহ আলমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও আইসিটি শিক্ষকগণ।
ছবির ক্যাপশন : রাঙ্গুনিয়ায় ব্যানবেইস জরিপ বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ কামাল হোসেন।