ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: মহান মে দিবস (১লা মে) উপলক্ষে বাংলাদেশ শান্তির দলের চেয়ারম্যান, শান্তির মহানায়ক, এ্যাড. সৈয়দ আবদুল্লাহ সহিদ এক বাণীতে বাংলাদেশ সহ বিশ্বের সকল মেহনতী শ্রমজীবী মানুষের প্রতি গভীর ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
তিনি ১লা মে, আমেরিকার ফিলাডেলফিয়ায় শ্রমিকদের দৈনিক ৮ ঘন্টা কর্মকাল নির্ধারণের সংগ্রামে গুলিতে নিহত মহান শ্রমীকদের গভীর শ্রদ্ধার সহিত স্বরণ করেন।
বাংলাদেশ ও বিশ্বের সকল শ্রমজীবী মানুষসহ শোষিত, নিপিরিত, বঞ্চিত ও অত্যাচারিত সকল মানুষের ন্যায় সঙ্গত সংগ্রামে বাংলাদেশ শান্তির দলের পূর্ণ সমর্থন ঘোষণা করেন।
শান্তির দলের চেয়ারম্যান তার বাণীতে বলেন যে, বাংলাদেশসহ বিশ্বের কোথাও ন্যায় ভিত্তিক সুসম বন্টন ব্যবস্থা চালু না থাকায় পৃথীবির অর্ধেকেরও বেশী সম্পদ মাত্র ১০০ লোকের হাতে পুঞ্জিভুত হয়েছে, যা বিশ্বে মানবজাতির দরিদ্রতা ও দুর্ভোগের অন্যতম কারণ।
তিনি মনে করেন যে, বিশ্বের শ্রমজীবী মানুষসহ সকল মানুষের জন্য ন্যায় ভিত্তিক সুষম বন্টন ব্যবস্থার অধীনে সকলের জন্য অর্থনৈতিক মুক্তি ও নিরাপত্তামূলক একটি সুন্দর ও শান্তিময় রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা এখন মানবজাতির সামনে সবচেয়ে বড় প্রয়োজনীয় চ্যালেঞ্জ।
তাই, তিনি ন্যায় ভিত্তিক সুষম বন্টন ব্যবস্থার মাধ্যমে শান্তিময় এক নয়া বিশ্ব ব্যবস্থা চালু করার জন্য বাংলাদেশ শান্তির দলের নেতৃত্বে এক সুমহান সংগ্রাম গড়ে তোলার দৃঢ় সংকল্প ব্যাক্ত করেন এবং এই মহান সংগ্রামে সকলকে অংশ গ্রহণের আহ্বান জানান।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই