অগ্রদৃষ্টি ডেস্কঃ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচটি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৭ জুলাই) সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে যথাক্রমে এসব জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে সর্বস্তরের মানুষ অংশ নেন। এর আগে জামাতে অংশ নিতে ভোর থেকে মানুষ বায়তুল মোকাররমে আসতে শুরু করেন।
এবার কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকায় কাউকে ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। মেটাল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশি করে প্রবেশ করানো হয়।
প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভী, দ্বিতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মুশতাক আহমেদ ও তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালিয়ুর রহমান খান, চতুর্থ জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মোহাম্মদ আবদুর রব মিয়া আল বাগদাদী ও পঞ্চম জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করবেন।