খেলাধুলা ডেস্ক: অনেক অপেক্ষা আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত শুক্রবার রাতে বাংলাদেশে পা রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দীর্ঘ ১১ বছর পর এই দেশে টেস্ট খেলতে এসেছে বিশ্ব ক্রিকেটের কুলীন দল অস্ট্রেলিয়া। দুই ম্যাচের টেস্ট সিরিজ মাঠে গড়াবে আগামী ২৭ আগস্ট।
২৭ আগস্ট ঢাকার মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়ামে প্রথম টেস্টের আগে অস্ট্রেলিয়া দলের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ফতুল্লা স্টেডিয়ামে। আগামী ২২-২৩ তারিখ হওয়ার কথা ছিল এই ম্যাচ। আজ (সোমবার) সকালে স্টিভেন স্মিথের দল জানিয়ে দিয়েছে এই প্রস্তুতি ম্যাচ খেলছে না তারা !
যদিও দুইদিন আগে থেকেই শোনা যাচ্ছিল অস্ট্রেলিয়া দলের প্রস্তুতি ম্যাচ না খেলার কথা। তবে অতিথিরা এতদিন কোন আনুষ্ঠানিক ঘোষণা না দেয়ায় নিশ্চিত হওয়া যাচ্ছিল না ম্যাচ হবে কিনা, সেই সম্পর্কে। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচটি বাতিল করল অস্ট্রেলিয়া।
জানা গেছে , সোমবার সকাল পৌনে আটটা বাজতেই ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শনে যান অজি অধিনায়ক স্মিথ, কোচ ড্যারেন লেহম্যান ও ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারলসহ ছয় সদস্যে একটি দল। তারা মাঠের বিভিন্ন স্থান দেখে তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য করেননি। ফিরে আসার সময় ফতুল্লার কিউরেটরকে ধন্যবাদ দিয়ে শন ক্যরল বলেন, কয়েকদিন ধরে আপনারা ‘অনেক পরিশ্রম করেছেন। আমরা কয়েক ঘণ্টার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেব।’
এরপরেই তারা ফতুল্লা থেকে শেরে বাংলার উদ্দেশ্যে রওনা দেন। মিরপুর এসে বেলা সাড়ে দশটায় আনুস্থানিক ভাবে প্রস্তুতি ম্যাচ না খেলার কথা জানান অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।
বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম খবরটি নিশ্চিত করে বলেন ‘প্রস্তুতি ম্যাচ খেলতে চাচ্ছে না ওজিরা। তারা প্রস্তুতির চেয়ে ওই দুই দিন অনুশীলন করাকেই গুরুত্ব দিচ্ছেন।’
উল্লেখ্য, ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই