বিনোদন প্রতিবেধকঃ- জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতির শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। কয়েকদিন ধরে তিনি চেন্নাইয়ের ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজির (এমআইওটি) আইসিইউতে রয়েছেন। চিকিৎসকরা তৃতীয় অস্ত্রোপচারের কথা বললেও শারিরীক অবস্থা বিবেচনা করে আপাতত তা সম্ভব হচ্ছে না।
লামিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন। তিনি জানান, দিতির অবস্থা এখন সংকটাপন্ন। তিনদিন ধরে তিনি আইসিইউতে আছেন। প্রতি মুহূর্ত তারা উদ্বেগের মধ্যে কাটাচ্ছেন।
চলতি বছরের ২৯ জুলাই এমআইওটি হাসপাতালে দিতির মস্তিষ্কে প্রথম অস্ত্রোপচার করা হয়। এর আগে ঢাকায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ২০ সেপ্টেম্বর দেশে ফিরে আসেন দিতি। এরপর আবারো অসুস্থতা বেড়ে গেলে ৩০ অক্টোবর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৫ নভেম্বর আবারো এমআইওটি হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। এরপর থেকে তিনি চেন্নাইয়ে অবস্থান করছেন।