নারায়ণগঞ্জ প্রতিনিধি: ইয়াবার একটি বড় চালান ও এর সঙ্গে জড়িত চট্টগ্রাম-টেকনাফের তিনজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬৬ হাজার ৮শ পিস ইয়াবা।
শুক্রবার (১৫ এপ্রিল) সাইনবোর্ডে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও জালকুড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পরে তাদের নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির করা হয়।
গ্রেফতাররা হলেন- চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার সেনেরহাট গ্যারাঙ্গিয়া গ্রামের আলী হোসেনের ছেলে ফোরকান উদ্দিন (২১), টেকনাফের মৌলভিপাড়া গ্রামের শাহআলমের ছেলে শাহ জাহান (২৫) ও সাবরাং নয়াপাড়া এলাকার কবির আহমেদের ছেলে মোহাম্মদ হারুন (২১)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাকারিয়া জানান, চট্টগ্রাম থেকে সৌদিয়া পরিবহনের একটি বাসে করে সাইনবোর্ড নেমে সিএনজিতে ওঠেন ফোরকান উদ্দিন। ভোর ৫টায় সাইনবোর্ডে পুলিশ চেক পোস্টে দায়িত্বরত উপ-সহকারী পুলিশ সুপার (এএসআই) আসাদ ও তার ফোর্স ওই সিএনজিতে তল্লাশির সময় ফোরকানের সঙ্গে থাকা তিনটি প্লাস্টিকের বোয়াম ও একটি টিনের কোটা থেকে ৬৬ হাজার ৮শ ইয়াবা উদ্ধার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় শাহজাহান ও হারুনকে।