স্টাফ রিপোর্টারঃ কুয়েতে কবিতা আবৃতি ও ওস্তাদ জাকির হোসেন খাঁনের পরিবেশনায় গজল ও হারানো দিনের গানের আসর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) কুয়েত সিটির রাজধানী হোটেলে বাংলাদেশ সাংস্কৃতিক অঙ্গন, কুয়েত কর্তৃক আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন, রফিকুল ইসলাম ভুলু।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (রাজঃ) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন, কুয়েতে বিমান কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, কুয়েতে বাংলাটিভির প্রতিনিধি আ হ জুবেদ , সময় টিভির প্রতিনিধি শরিফ মিজান, আরটিভির প্রতিনিধি জালাল উদ্দিন ও আজকের সূর্যোদয়ের প্রতিনিধি মাহমুদুর রহমান।
কবিতা আবৃতি করেন, আব্দুল হাই ভুঁইয়া, কবি সঞ্জীব ভদ্র চন্দন ও কবি আজাদ নুরসহ অনেকে।
ওস্তাদ জাকির হোসেন খাঁন একের পর এক গজল আর গানে কাটিয়ে দেন টানা ৩ ঘণ্টা। রীতিমতো গানে-গজলে মন মাতালেন কুয়েতের বাংলাদেশ কমিউনিটির জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকির হোসেন খাঁন।
শেষে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।