আ হ জুবেদঃ মধ্যপ্রাচ্যের কুয়েতে বসবাসরত ক্রিকেট প্রেমী প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে প্রতি বছরই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে।
এবারও বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্যদিয়ে ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে গত ২৭শে ডিসেম্বর ”T-10” বিজয় দিবস কাপ ২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট মাঠে ২২টি বাংলাদেশী ক্রিকেট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত T-10 বিজয় দিবস কাপ ২০১৯ এর শুভ উদ্বোধন করেন, আয়োজক সংগঠনের আহ্বায়ক, প্রকৌশলী ফরিদ উদ্দিন।
হাসান কামাল ও মোয়াজ্জেম হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুয়েতের ”বলদিয়ার মুদির” স্থানীয় পৌর অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল আজিজ রশিদী,
কর্মকর্তা নাসের আল-আদি, স্থানীয় থানার অফিসার ইনচার্জ ইবরাহিম আল-দাহী ও পৌর অফিসের প্রেস কর্মকর্তা আব্দুস সাফি আহমেদ।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন , আজিজুর রহমান, জাহাঙ্গীর খান পলাশ ও হুমায়ূন আলী।
সার্বিক সহযোগিতায় ছিলেন, আজিজুল হক, আকাশ আহমেদ মিলন, ঈসমাইল সোবাহান, মোঃ হানিফ, আনোয়ার হুসেন,তাইজুল ইসলাম পাপ্পু ও ওমর ফারুকসহ অনেকে।
আয়োজকরা জানান, কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট মাঠটি একেবারেই কাগজে-কলমে স্থানীয় পৌর অফিস ও থানার অনুমোদন নিয়ে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন এবারের ”T-10” বিজয় দিবস কাপের আসরটি শুরু করেছে।
আয়োজকরা মনে করছেন, এটি বাংলাদেশ কমিউনিটি কুয়েতের জন্য একটি বড় অর্জন।
আর এজন্য কুয়েতের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা এবং কুয়েতের ফরওয়ানিয়া ডিস্ট্রিক্ট ও জিলিব থানার কর্মকর্তাদের সহযোগিতা কৃতজ্ঞ চিত্তে স্বীকার করেন আয়োজকরা।