আ,হ,জুবেদঃ সদ্য এক সংক্ষিপ্ত সফরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি কুয়েত এলে, গত ৫মার্চ ২০১৮ইং গত সোমবার বিকেলে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মালটি পারপাস হলে কুয়েত প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কুয়েত প্রবাসীরা তাদের বিভিন্ন দাবী তুলে ধরেন।
দাবিদাওয়া গুলো ছিল যথাক্রমে, পাসপোর্ট এর মেয়াদ দশ বছর করা,ভিসার মূল্য নির্ধারণ, ভিসা দালালদের দৌরাত্ব বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা,প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র প্রদান সহ কুয়েত প্রবাসীদের সব ধরনের সমস্যা সমাধানে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইতিবাচক ভূমিকা কামনা করেছেন কুয়েত প্রবাসীরা।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি প্রবাসীদের নানা দাবিদাওয়া শুনে ও প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে, মন্ত্রী কুয়েত প্রবাসীদেরকে আশ্বস্ত করে বলেন, আপনাদের সমস্যা গুলো সমাধানে যথাসাধ্য চেষ্টা করবে বাংলাদেশের বর্তমান প্রবাসী বান্ধব সরকার।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একটি কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আছে যে, আমরা গুটিকয়েক মানুষের স্বার্থের জন্য এক কোটি প্রবাসী বাঙ্গালীর ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিতে পারিনা। কেউ অসৎ উপায় অবলম্বন করলে তাকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবেনা।
কথিত অসৎপথ অবলম্বনকারীরা বিদেশে যেমন আছে তদ্রূপ দেশেও আছে।
তিনি আরো বলেন, ফেসবুকে নেতিবাচক স্ট্যাটাস লেখা থেকে বিরত থাকবেন, ইতিপূর্বে অনেককে একারণে জেলে পর্যন্ত যেতে হয়েছে এবং মোটা অংকের টাকাও জরিমানা দিতে হয়েছে।
ফেসবুকে শুধু নেতিবাচক স্ট্যাটাস বা অন্যকে হেয়প্রতিপন্ন করা সমতুল্য স্ট্যাটাস’ই নয়, সেটিতে লাইক, শেয়ার কিংবা কমেন্ট করাটিও সমান অপরাধ।
কাজেই এসব অনৈতিক ও অসামাজিক কাজ করা থেকে সবাই বিরত থাকবেন।
সম্প্রতি কুয়েতে এক সংক্ষিপ্ত সফরে এসেছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি।
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশ কমিউনিটির কয়েক শতাধিক বিভিন্ন পর্যায়ের প্রবাসী বাংলাদেশীরা।
এদিকে একই দিন বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী খালেদ সুলায়মান আল জারাল্লাহ’র সৌজন্য সাক্ষাৎ হয়।
সাক্ষাতকালে উভয় পক্ষ কুয়েতমুখী বাংলাদেশী শ্রমিকদের জন্য একটি সেরা কেন্দ্র প্রতিষ্ঠায় একত্রে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে।
কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী তার দেশে বাংলাদেশী কমিউনিটির সদস্যরা যেসব সমস্যার মোকাবেলা করছে, তা সমাধানের আশ্বাস দেন।
দু’দেশের মধ্যে সম্পর্ককে ‘অতি চমৎকার’ উল্লেখ করে উভয় পক্ষ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও বিদ্যুৎ, প্রতিরক্ষা, মানবসম্পদ, অবকাঠামো এবং ব্লু ইকোনমিক মতো খাতে অংশীদারিত্বের সুযোগ সম্প্রসারণে সম্মত হয়েছে।
তারা গভীর শ্রদ্ধার সঙ্গে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহ’র মধ্যে সম্পর্কের কথা স্মরণ করেন। যা দু’দেশের মধ্যে সম্পর্কের ভিত্তি তৈরি করেছিল।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কুয়েতের উন্নয়ন সহায়তার প্রশংসা করেন। এ সময় কুয়েতের উপমন্ত্রী সহযোগিতা অব্যাহত এবং ভবিষ্যতে আরো বাড়ানোর আশ্বাস দেন।