খেলাধুলা ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান কামরান আকমল এবং সালমান বাট। শুক্রবার রাওলপিন্ডিতে পাকিস্তানের ঘরোয়া টি-২০ লিগে ওপেনিংয়ে খেলতে নেমে অপরাজিত ২০৯ রানের জুটি গড়েন তাঁরা।
ফিক্সিং কেলেঙ্কারিতে শাস্তি ভোগের পর মাঠে ফিরেছেন সালমান বাট। ঘরোয়া লিগের ম্যাচগুলোতে তার পারফরম্যান্স বলে দিচ্ছে, এখনো ফুরিয়ে যাননি প্রতিভাবান এ ব্যাটসম্যান। এদিকে খারাপ ফর্মের কারণে জাতীয় দলের বাইরে আছেন কামরান আকমল। দু”জনেই ফের জাতীয় গলের জার্সি গায়ে জড়ানোর জন্য লড়াই করছেন।
কামরান-বাটের বিশ্বরেকর্ড জুটিতে ভর করে লাহোর হোয়াইটসও ১০৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইসলামাবাদকে। ব্যক্তিগত রেকর্ডের সঙ্গে টি-২০ তে লাহোরের বিনা উইকেটে দলীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও হয়ে গেছে এ দুই ব্যাটসম্যানের সুবাদে।
ইনিংসে রীতিমত ঝড় তুলেছেন কামরান আকমল। ৭১ বলে তিনি করেছেন ১৫০ রান। টি-২০ তে পাকিস্তানি কোনো ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ ইনিংস। এই ইনিংসে ১৪টি চারের সঙ্গে ১২টি ছক্কা হাঁকিয়েছেন কামরান। বাটের অবদান অবশ্য কামরানের তুলনায় খুবই সামান্য, ৪৯ বলে ৫৫ রান।
এর আগে টি-২০ তে ওপেনিংয়ে সবচেয়ে বড় জুটি ছিল জো ডেনলি এবং ডেনিয়েল বেল ড্রামন্ডের। ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে ২০৭ রানের জুটি গলেছিলেন কেন্টের এ দুই ব্যাটসম্যান। (সময়.টিভি)