জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই প্রতিপাদ্যকে সামনে রেখে আর্তমানবতার সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত সৌদি আরবের দাম্মাম প্রবাসী রাঙ্গুনিয়া ঐক্য পরিষদের উদ্যোগে প্রায় অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) উপজেলার চন্দ্রঘোনার হযরত অলি শাহ (রাঃ) ও হাজী ছমি উদ্দিন শাহ (রাঃ) দাখিল মাদ্রাসা, হেফজ ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মাদ্রাসা পরিচালনা পরিষদ সভাপতি মাওলানা জরিপ আলী আরমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আজগর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা আইয়ুব শাহ আল-মাইজভান্ডারী, প্রবাসী রাঙ্গুনিয়া ঐক্য পরিষদের উপদেষ্ঠা মো. আলী, কার্যকরী কমিটির সদস্য ছালেহ আহমদ, সদস্য মো. করিম উল্লাহ প্রমুখ।
বক্তরা বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় শুধু ধনীক শ্রেণির জয়গানে মুখরিত। গরীব এতিমদের খবর রাখার প্রবনতা দিন দিন কমে যাচ্ছে। সেখানে প্রবাসী ঐক্য পরিষদ নেতৃবৃন্দের এতিম শিক্ষার্থীদের পাশে এসে দাড়ানো প্রশংসনীয় উদ্যোগ। ঐক্য পরিষদ নেতৃবৃন্দ অদূর ভবিষ্যতে তাদের এই কার্যক্রম অভ্যহত থাকবে বলে জানান।