জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের গুনগুনিয়া বেতাগী এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত দল। বুধবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ২টায় এ ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার গুনগুনিয়া বেতাগীর কমিনিটি সেন্টার এলাকার তৈয়্যবিয়া স্টোর থেকে দোকানে কেউ না থাকার সুযোগে দুর্ধর্ষ ডাকাতি হয়। এতে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানান দোকানের মালিক ইসমাইল সওদাগর। একই সময় পোমরা ইউনিযনের বাচাবাবা মাজার সংলগ্ন আহামদ ছৈয়দ সদাগরের মুদির দোকানের তালা ভাঙ্গার চেষ্ঠা করে তারা। কিন্তু বাচা বাবার মাজারের দায়িত্বরত নৈশ প্রহরীর উপস্থিতিতে ডাকাতরা দ্রুত স্থান ত্যাগ করে বলে জানায় স্থানীয়রা। ডাকাতির ঘটনায় সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।