জাকির সিকদার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের আমলে গত চার বছরে দেশে ও বিদেশে মিলে প্রায় এক কোটি ৩৩ লাখ কর্মসংস্থান হয়েছে, যা অতীতে কখনো হয়নি। বুধবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে সিরাজুল ইসলাম মোল্লার (নরসিংদী-৩) প্রশ্নের জবাবে
প্রধানমন্ত্রী সংসদকে এ তথ্য জানান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। দেশের উন্নয়নের ৯০ ভাগ নিজস্ব অর্থায়নে হচ্ছে। সম্প্রতি নিউইয়র্ক ভিত্তিক আর্থিক তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান ব্লুমবার্গের পূর্বাভাস অনুযায়ী ২০১৬ সালে বাংলাদেশ হবে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধির দেশ। বছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৬ শতাংশ।
বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং বাংলাদেশের প্রধানতম শ্রমবাজার মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও সরকারের ঐকান্তিক প্রয়াসের ফলে ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে ২৪ লাখ ৪০ হাজারেরও (২ দশমিক ৪৪ মিলিয়ন) বেশি শ্রমিক বিদেশে যেতে পেরেছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সংসদ সদস্য এস এম আবুল কালাম আজাদের (ঢাকা-১৭) অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশে এ যাবৎ আবিষ্কৃত ২৬টি ফিল্ডে গ্যাসের মজুদ ২৭ দশমিক ১২ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ডিসেম্বর ২০১৫ পর্যন্ত ১৩ দশমিক ৪৮ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা হয়েছে। ফলে উত্তোলনযোগ্য অবশিষ্ট নীল গ্যাস মজুদের পরিমাণ মাত্র ১৩ দশমিক ৬৪ ট্রিলিয়ন ঘনফুট।