আন্তর্জাতিক ডেস্ক : ডেস্ক এবার হ্যাকারদের কবলে পড়েছে ভারতের সিটি ইউনিয়ন ব্যাংক। সুইফট সিস্টেম ব্যবহার করে তিনটি অননুমোদিত অ্যাকাউন্টের মাধ্যমে দুই মিলিয়ন (২০ লাখ) ডলার অর্থ চুরি করা হয়েছে। রবিবার প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
অর্থ চুরির একটি সংবাদ শনিবার প্রকাশের পর ব্যাংকটি গতকাল তা স্বীকার করেছে। তারা বলছে দুবাই, তুরস্ক ও চীনে এই অর্থ পাঠানো হয়েছে।
সিটি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এন কামাকতি এটিকে একটি ‘ষড়যন্ত্র’ উল্লেখ করে বলেছেন এর একাধিক দেশের নাগরিকরা সম্পৃক্ত।
একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, এই ঘটনা কিভাবে ঘটল সে বিষয়ে তদন্ত হচ্ছে। রয়টার্সকে তিনি টেলিফোনে বলেন, মূলত এটি আন্তর্জাতিক অপরাধ চক্র কর্তৃক একটি সাইবার আক্রমণ।