
হাসুক নিরন্তর বাংলাদেশ, দেশে দেশে গৌরবের সাথে উড়তে থাকুক লাল-সবুজের পতাকা।
ইমরানুর রহমান, বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ নাগরিক। আমাদের কাছে তার পরিচয় ছিল, একজন বাংলাদেশী স্প্রিন্টার হিসেবে।
পুরুষদের ৬০-মিটার ড্যাশে, ইমরান আস্তানায় ২০২৩ এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছিলেন। এটি একটি জাতীয় রেকর্ড ছিল।
কী দুর্ভাগ্য আমাদের! বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন এর কমিটিতে এডভোকেট আব্দুর রকিব মন্টু ভাইয়ের বিয়োগে আমরা হারালাম ইমরানুরকে।
এবার আমরা পেয়েছি ব্রিটিশ তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীকে। ২৮ বছর বয়সী টগবগে যুবক হামজা একজন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমান ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের ২য় স্তর ইএফএল চ্যাম্পিয়নশিপ শেফিল্ড ইউনাইটেড ফুটবল ক্লাব এর খেলোয়াড়।
হামজা বাংলাদেশে এসেছেন, খোদ হামজা, তার পরিবারসহ গোটা বাংলাদেশের প্রত্যাশাটা হামজাকে নিয়ে অনেক।
এবার অপেক্ষা, ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলবেন অভিষেক ম্যাচ বাংলাদেশের হামজা।
এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে জয় দিয়ে শুরু হোক হামজার জয়গান। হাসুক নিরন্তর বাংলাদেশ, দেশে দেশে গৌরবের সাথে উড়তে থাকুক লাল-সবুজের পতাকা।
দোয়া ও প্রত্যাশা ইমরানুরের মতো যেন হারিয়ে না যায় আমাদের হামজা।
