অগ্রদৃষ্টি ডেস্কঃ রাজধানী ঢাকার উইলস লিটস ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা হত্যায় সন্দেহভাজন ওবায়দুল খানকে আটক করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানিয়েছে তাকে নীলফামারী জেলার ডোমার উপজেলার একটি বাজার থেকে আটক করা হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ রাজিউর রহমান বিবিসিকে বলেন রিশার উপর হামলার পর থেকেই পালিয়ে বেড়ানো ওবায়দুলকে সদর এলাকার সোনারায় বাজার থেকে আটক করা হয়েছে।
তবে র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে ওবায়দুলকে পঞ্চগড় থেকে আটকের পর ডোমারের ক্যাম্পে নিয়ে রাখা হয় এবং আজ তাকে ঢাকায় নেয়া হচ্ছে।
গত ২৪ শে অগাস্ট ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে তিনদিন পর হাসপাতালে মারা যায় সুরাইয়া আক্তার রিশা।
সুরাইয়ার ওপর হামলার পর তার মা রমনা থানায় একটি মামলা করেছিলেন, যাতে বলা হয়েছে, তিনি ও তার মেয়ে ঢাকার ইস্টার্ন মল্লিকা মার্কেটের এক দর্জির দোকানে পোশাক বানাতেন।
সেখানে যোগাযোগের জন্য দেয়া মোবাইল নম্বরে ঐ দোকানের এক কর্মচারী ওবায়েদ তার মেয়েকে উত্ত্যক্ত করতো।
নিহত ছাত্রীর বাবা ঢাকার সিদ্দিকবাজারের বাসিন্দা রমজান আলী বলেছেন, তিনি ও তার পরিবার বিশ্বাস করে, উত্ত্যক্তকারীই ছুরি নিয়ে তার মেয়ের ওপর হামলা চালিয়েছে।
সুরাইয়া নিহত হওয়ার পর থেকে হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে আসছিলো উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা।