রাঙ্গুনিয়া সংবাদদাতা: যুদ্ধ অপরাধের দায়ে ফাসির দন্ডপ্রাপ্ত
সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল আবেদন শুনানিকে কেন্দ্র করে কঠোর
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তার সংসদীয় এলাকা
রাঙ্গুনিয়ায়। মঙ্গলবার সকাল থেকে বুধবার পর্যন্ত রাঙ্গুনিয়ার বিভিন্ন
গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। উপজেলার
গোডাউন এলাকায় কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা জানান, রায়কে
কেন্দ্র করে যেকোন প্রকার অপ্রিতিকর পরিস্থিতি এরাতে এই
নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার
বিভিন্ন পয়েন্টে বিভিন্ন স্তরের পুলিশি পাহাড়া জোরদার করা
হয়েছে।