শুরুতেই টপ অর্ডারের ৫ উইকেট হারিয়ে ভয়াবহ চাপের মুখে পড়েছে জিম্বাবুয়ে। স্বাগতিক বোলারদের দলবদ্ধ আক্রমণে সফরকারীদের কোনো ব্যাটসম্যানই ক্রিজে স্থায়ী হতে পারছেন না।
এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১২ ওভারে ৫ উইকেটে ৬০ রান।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ইনিংসের ২য় ওভারেই ওপেনার সিকান্দার রাজাকে উইকেট রক্ষকের ক্যাচে পরিণত করেন আল-আমিন হোসেন। পরের বলেই পরিষ্কার বোল্ড করেন ওয়ান ডাউনে নামা শন উইলিয়ামসকে।
দলীয় ৪র্থ ওভারে মুস্তাফিজুর রহমান চাকাবাকে ফেরালে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় ১৫ রানে ৩ উইকেট। দলের ৩৩ রানে শন আরভিন রান আউটের শিকার হন। পরের ওভারেই চিগুম্বুরা আরাফাত সানির শিকারে পরিণত হলে স্কোর হয় ৩৯ রানে ৫ উইকেট।
এরআগে বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
শুরুতে দুই ওপেনার দুরন্ত সূচনা এনে দেয় বাংলাদেশের জন্য। তবে এরপরে আর কেউ সাবলীল ব্যাট করতে পারেনি। আনামুল দীর্ঘসময় উইকেটে থাকলেও সুবিধা করতে পারেননি। ৫১ বলে ৪৭ রান করে রান আউট হন ওয়ান ডাউনে নামা এই ব্যাটসম্যান।
বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয় দলীয় ৩৪ রানে। ওপেনার তামিম ইকবাল ব্যক্তিগত ২১ রানে মাদজিভা’র বলে ক্যাচের শিকার হন। আর ইমরুল কায়েস করেন ১০ বলে ১০ রান। মুশফিক ৯, সাব্বির ১৭, নাসির ৩, মাহমুদুল্লাহ ৮ করে আউট হন।