প্রবাস ডেস্কঃ শনিবার সন্ধ্যায় লেবাননের বিবলসের আমসিত এলাকায় এ ফেস্টিভ্যালের আয়োজন করে ‘ভিরনা স্কুল অফ মিউজিক’।
ফেস্টিভ্যালে এশিয়া থেকে বাংলাদেশ, চীন, ভারত ও শ্রীলংকা এবং আয়োজক দেশ হিসেবে লেবাননসহ মোট পাঁচটি দেশ অংশ নেয়। পাঁচটি দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ফেস্টিভ্যালের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর দেশগুলো তাদের ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করে। এর আগে লেবানিজ শিল্পীদের অংশগ্রহনে লেবাননের ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার বলেন, “ফেস্টিভ্যালে বাংলাদেশের অংশগ্রহণ লেবাননে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।”
এ উপলক্ষে মিউজিক ফেস্টিভ্যালে অংশ নেওয়া বাংলাদেশি শিল্পীসহ সেখানে উপস্থিত থেকে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সকল দর্শক, কমিউনিটি নেতা, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীদের দূতাবাসের পক্ষ থেকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।