মিজানপনা, রাজাপুর(ঝালকাঠী)থেকেঃ রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ নির্বাচন শন্তিপূর্ণভাবে
সম্পন্ন আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন মজিবর মৃধা(ফ্রিজ)প্রতীক নিয়ে বিজয়ী
ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার ৩ নম্বর
সদর রাজাপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব
মোঃ আনোয়ার হোসেন মজিবর মৃধা(ফ্রিজ)প্রতীক নিয়ে ৪,১৫১ চার হাজার একশত
একান্ন ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ তাজুল
ইসলাম কাজল শরীফ(টেবিল ফ্যান)প্রতীক নিয়ে ৩,২১৫ তিন হাজার দুইশত পনের ভোট
পেয়েছেন।সোমবার (২১শে সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত
বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ।ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় পাঁচ প্রার্থির
মধ্যে এ উপ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হয়ে ভোটের যুদ্ধে লড়াই করেন
৫জন প্রার্থী। প্রার্থীরা হলেন, মোঃ তাজুল ইসলাম কাজল শরীফ(টেবিল ফ্যান),
মোঃ সিরাজুল ইসলাম দুলাল(অটোরিক্সা),আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন মজিবর
মৃধা(ফ্রিজ),মোঃ আবুল হাসনাত আব্দুল্লাহ সুমন(তাল গাছ) ও মোঃ মাসুদ করিম
খান মিঠু(ঢোল)প্রতীক।এবং মোঃ সিরাজুল ইসলাম দুলাল(অটোরিক্সা)প্রতীক নিয়ে
পেয়েছেন ২,৩২৭ দুই হাজার তিন শত সাতাইশ । রাজাপুর ইউনিয়নে মোট ভোটার
সংখ্যা ২০ হাজার ১৪জন । এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৯০৭ জন ও মহিলা
ভোটার ১০ হাজার ১০৭ জন প্রায়।মোট ভোট কেন্দ্র ৯টি এবং কক্ষ সংখ্যা ৩৬টি।
গত ৩১ জুলাই রাজাপুর উপজেলা বিএনপি সভাপতি আঃ ওয়াহেদ মৃধার মৃত্যুতে
ইউনিয়নটির চেয়ারম্যান পদ শূন্য হয়ে পড়ার কারণে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদ
শূন্য হয়ে যায়। আর এ শূন্য পদেই ২১ শে সেপ্টেম্বর/১৫ইং অনুষ্ঠিত হয় এ উপ
নির্বাচন। নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন করার লক্ষে র্যা ব, বর্ডার
গার্ড ও পুলিশী পাহারা কড়া নিরাপত্তা ছিল ।