রাজাপুর(ঝালকাঠি)প্রতিনিধি ঃ ঝালকাঠির রাজাপুরে জোর করে এক অসহায় পরিবারের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এমনকি দখলকারিরা ওই জমিতে ঘর নির্মান করে উল্টো জমির প্রকৃত মালিককে জীবননাশের হুমকি প্রদান করছে। শনিবার সকালে রাজাপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলার চাড়াখালি এলাকার অসহায় মোস্তফা ফরাজী এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনের লিখিত অভিযোগে মোস্তফা ফরাজী বলেন, উপজেলা চাড়াখালি এলাকার মৃত কেরামত আলী ফরাজীর ছেলে মোস্তফা ফরাজী তার পরিবার নিয়ে বাগেরহাটের মংলায় বসবাস করেন। এই সুযোগে স্থানীয় বড় কৈবর্তখালি গ্রামের ভূমিদস্যু আলমগীর খান, ফিরোজ খান, ইউনুছ খান, আজম খান ও আজাদ খান তাদের রেকর্ডিও জমি দখল করে ঘর নির্মান করেন। খবর পয়ে নিজ বাড়িতে এসে তাদের বাধা দিতে গেলে তারা জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় রাজাপুর থানায় লিখিত অভিযোগ করা হলেও থানা পুলিশ তা গ্রহন করেনি বলে সংবাদ সম্মেলনে মোস্তফা ফরাজী আরও অভিযোগ করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ভূমিদস্যুদের হাত থেকে তাদের জমি রক্ষার জন্য তিনি প্রশাসনের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।