রাঙ্গুনিয়া সংবাদদাতা : রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের দোভাষী বাজার এলাকা থেকে ১শ পিচ ইয়াবাসহ মো. ফজল করিম (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার(২৩ জুলাই) দিনগত রাত সাড়ে ১১ টায় দোভাষী বাজার শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। সোমবার(২৪ জুলাই) সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা বলেন, রোববার রাতে গোপন সংবাদে খবর পেয়ে রাঙ্গুনিয়া থানার এস.আই মশিউর রহমান অভিযানে যায়। চন্দ্রঘোনা দোভাষী বাজার শহীদ মিনার এলাকায় ইয়াবা বিক্রির জন্য অপেক্ষা করছিল একই ইউনিয়নের আধুর পাড়া গ্রামের মৃত সিদ্দিক আহমদের পুত্র ফজল করিম। এই সময় পুলিশ গিয়ে তার প্যান্টের ডান পকেটে প্যাকেটে মোড়ানো ১শ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে । সে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল।