রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলা সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্ম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও গীতি আলেখ্য অনুষ্ঠান রবিবার (৮ মে) উপজেলা অডিটরিয়মে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিআরডিবি চেয়ারম্যান ছাদেকুর নূর সিকদার। বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ইদ্রিছ আজগর চেয়ারম্যান, বাংলাদেশ অভিভাবক পরিষদের কেন্দ্রিয় সদস্য সচিব বিজয় তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল ইসলাম, পল্লী বিদ্যুৎতের ডিজিএম মনিরুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা। দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে শিশু শিল্পীদের পরিবেশনায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দ্বিতীয় পর্বে উপজেলার উদীয়মান শিল্পীদের নিয়ে গীতি আলেখ্য পরিবেশন করেন শিল্পী গিয়াস উদ্দীন আহমেদ কাজল, রাতুল বৈদ্য, জুলিয়া সাদেক সোমা, বিপুল বড়–য়া, কনক বড়–য়া, মো. শরীফ, সুষ্মিতা রাহা, নৃত্য পরিবেশণ করেন অনন্যা মুৎসুদ্দি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেজবাহ উদ্দীন আহমেদ, গীতি আলেখ্য পরিচালনায় সংগঠনের সদস্য সচিব মিশন চক্রবর্তী, যন্ত্র সংগীত শিল্পী সুদীপ ব্যাপারী, উত্তম বড়–য়া, মো. নেজাম প্রমুখ।