জগলুল হুদা,রাংগুনিয়া প্রতিনিধি : চলতি বছর রাংগুনিয়ার ইসলামপুর ইউনিয়নে প্রায় ২০ হেক্টর জমিতে বিলাতি ধনিয়ার চাষাবাদ হয়েছে।বাজার মূল্য বেশি এবং ব্যাপক চাহিদা থাকার কারনে কৃষকরা এতে আগ্রহ প্রকাশ করছেন।বেতছড়ি গ্রামের কৃষক মো: মুরাদ জানান তিনি এবছর ৫০ শতক জমিতে বিলাতি ধনিয়ার চাষ করেন।ধানের দাম কম হওয়াতে উপ সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে তিনি এ চাষে আগ্রহী হন।সেগুনবাগিচা গ্রামের কৃষক মো: সেকান্দর মেম্বার জানান তিনি এবছর ২০ শতাংশ জমিতে বিলাতি ধনিয়া চাষ করেন।সবজী ফসলের তুলনায় রোগবালাই কম হওয়াতে এ চাষে তিনি উৎসাহী হন। ইসলামপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মো: সহিদুজ্জামান বলেন…… গতবছর ১২ হেক্টর জমিতে বিলাতি ধনিয়ার চাষাবাদ হলেও এবছর তা বেড়ে দাড়ায় প্রায় ২০ হেক্টর জমিতে।ধানের দাম কম,চাহিদা বেশি এবং বাজার মূল্য বেশি হওয়ার দিন দিন এর আবাদ বাড়ছে।তিনি আরও বলেন ১ হেক্টর জমিতে বিলাতি ধনিয়া চাষ করতে ২.৫-৩ লক্ষ টাকা খরচ পড়ে এবং হেক্টর প্রতি আয় হয় ৬-৮ লক্ষ টাকা। সহজ শর্তে কৃষকদের জন্য কৃষি ঋনের ব্যবস্থা করতে পারলে ভবিষ্যতে এর চাষ আরও বাড়বে।তাছাড়া এ চাষে স্থানীয় অনেক মহিলা শ্রমিক কাজ করে ফলে বাড়ছে কর্মসংস্থান। যেকোন ধরনের রোগ ও পোকার আক্রমনে কৃষি বিভাগ পাশে থাকবে বলেও তিনি আশ্বস্থ করেন।