আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচার করে এক রোগীর দেহে লিঙ্গ ও অণ্ডকোষ প্রতিস্থাপন করেছে। এ ধরনের অস্ত্রোপচার বিশ্বে এই প্রথম।
যুগান্তকারী এই অস্ত্রোপচার হয় মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের জন হপকিনস ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন। আফগানিস্তানের যুদ্ধাহত এক সেনার দেহে এই লিঙ্গ ও অণ্ডকোষ প্রতিস্থাপন করা হয়। বোমা বিস্ফোরণে ওই সেনার নিম্নাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল। কোনো মতেই তা ঠিক করা যাচ্ছিলো না। পরে মৃত এক ব্যক্তির দেহ থেকে লিঙ্গ ও অণ্ডকোষ নিয়ে তা আহত সেনার দেহে প্রতিস্থাপন করা হয়।
১১ জন শল্য চিকিৎসকের ১৪ ঘণ্টার অপারেশনে কাজটি সফল হয়।
অস্ত্রোপচারে নেতৃত্ব দেয়া চিকিৎসক রিচার্ড রিডেট বলেন, নতুন লিঙ্গ দিয়ে মূত্রত্যাগসহ সব কাজই করতে পারবে আহত ওই সৈনিক। এমনকি সে তার হারানো যৌন ক্ষমতাও ফিরে পাবে। সূত্র : বিবিসি, ইউএসএটুডে