স্টাফ রিপোর্টার।। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেল্ট ও জুতার ভেতরে লুকানো আড়াই কেজি স্বর্ণসহ জাকির হোসেন শরীফ নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান অগ্রদৃষ্টি জানান, আটক জাকির ব্যাংকক থেকে টিজি-৩২১ ফ্লাইটে করে দুপুর পৌনে ১টায় বিমানবন্দরে পৌঁছান।
সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার জুতা ও বেল্টের ভেতরে বিশেষ পদ্ধতিতে লুকানো ৭টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন আড়াই কেজি। স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য সোয়া কোটি টাকা।
তিনি আরও জানান, আটক জাকির শরীয়তপুরের আবুল কাশেমের ছেলে। তার পাসপোর্ট নম্বর বিএফ-০৬৮৯৯৬৫। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।