বদরুল আলম চৌধুরী। মৌলভীবাজার সদর উপজেলার শমসেরগঞ্জ বাজার এলাকা থেকে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
গত শনিবার সন্ধ্যায় মডেল থানার এএসআই মোঃ শাহিন চৌধুরীর নেতৃত্বে এক দল পুলিশ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটকৃতরা হলেন,আহাদ মিয়া (২৬), হালিম হোসেন (২৮),হাসান মিয়া (২৫) তাদের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নে বলে পুলিশ সূত্রে জানাযায়।
তিনি আরো জানান,তাদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।