নিজস্ব প্রতিনিধি : মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশন এর সৌজন্যে মোহরা “ডিজিটাল কোচিং হোম” এর উদ্যোগে জেএসসি, এসএসসি ২০১৭ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় গত শুক্রবার। শিক্ষক মো: শহীদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: কায়ছার উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের প্রিয় মুখ সাবেক বিজিএমইএ ও ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক যুবনেতা আলহাজ্ব সৈয়দ নজরুল ইসলাম।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার প্রসার ও মানোন্নয়নে অন্যান্য খাতের চেয়েও শিক্ষা খাতকে অধিক গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে। নিরক্ষর ও বেকারমুক্ত দেশ গড়ার সংকল্প নিয়ে আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছে। আমরা যদি সমাজ থেকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে চাই তাহলে সমাজ থেকে নিরক্ষরতা দূর করতে হবে আর সেটা করতে হবে আমাদের সবাইকে।
তরুণ প্রজন্মকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারি তবে সমাজ থেকে বিভিন্ন অসামাজিক কাজ মাদকাসক্ত, জঙ্গিবাদ এর ছোবল থেকে রক্ষা পাবে। এর জন্য কাজ করতে হবে সম্মানিত অভিবাবকমন্ডলীর। মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশন সরকারের বিভিন্ন উন্নয়ন অগ্রযাত্রায় দীর্ঘদিন যাবত সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে। সামাজিক অবকাঠামোগত উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করে আসছে। সমাজের সকল বিত্তবানদের উচিত নিরক্ষর, বেকারমুক্ত, সুশিক্ষায় শিক্ষিত সমাজ গড়তে যার যার অবস্থান থেকে এগিয়ে এসে জোরদার ভুমিকা পালন করা।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মো: বাদশা, মো: আলমগীর, আবু তাহের, আজম খান, কফিল উদ্দিন, মো: আজাদ, রনি, দেলোয়ার, সাইফুল ইসলাম, মহিন গাজী, সাকিব, ফারুক।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই