স্পোর্টস ডেস্ক: সচিন টেন্ডুলকারের ৪৪ তম জন্মদিন৷ মুম্বাইয়ের টানা সাত ম্যাচ জয়ের হাতছানি৷ এরকম একটা আবহতেই রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স ঘরের মাঠে স্টিভ স্মিথের পুণে সুপারজায়েন্টদের বিরুদ্ধে মাঠে নেমেছিল৷
ওয়াংখেড়েতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নেয় মুম্বই৷ কর্ণ শর্মা ও জসপ্রীত বুমরাহদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬০ রানেই (রাহানে ৩৮ ও ত্রিপাঠী ৪৫) শেষ হয়ে যায় পুণের ইনিংস৷
জবাবে মুম্বই ভালো শুরু করলেও জয়দেব উনাদকাট ও বেন স্টোকসের বুদ্ধিদীপ্ত বোলিং পুণেকে তিন রানে জিতিয়ে দেয়৷
মুম্বইকে একাই টানছিলেন অধিনায়ক রোহিত৷ ৩৯ বলে ৫৮ করেও শেষরক্ষা করতে পারলেন না তিনি৷ আইপিএল-এর ফার্স্টবয়দের টানা সাত ম্যাচ জেতার স্বপ্নও আরবসাগের বিলীন হয়ে গেল৷
অগ্রদৃষ্টি.কম // এমএসআই