জাপানে কর্মরত রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত ও হাইকমিশনার পদে কয়েকটি গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে।
কানাডায় হাইকমিশনার পদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) মিজানুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। কানাডার বর্তমান হাইকমিশনার কামরুল আহসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আনার সিদ্ধান্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস এ বাংলাদেশের কনসাল জেনারেল সুলতানা লায়লা হোসেনকে মরক্কোর রাষ্ট্রদূত এবং মরক্কোয় কর্মরত রাষ্ট্রদূত মনিরুল ইসলামকে সম্প্রতি খোলা ইথিওপিয়া দূতাবাসে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আইন) প্রিয়তোষ সাহাকে লস এঞ্জেলস এ কনসাল জেনারেল পদে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (বহিঃপ্রচার) সিকদার বদিরুজ্জামানকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এ কনসাল জেনারেল পদে নিয়োগ দেয়া হয়েছে।
জাপানে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন রাবাব ফাতেমা । তিনি লিয়েনে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় (আইওএন) কর্মরত আছেন।