স্পোর্টস ডেস্ক: সপ্তাহ পার হতে না হরেই আইসিসির সদস্য রাষ্ট্রগুলো ও বোর্ডের কাতর অনুননের সামনে শ্রদ্ধা প্রদর্শন করতে বাধ্য হলেন শশাঙ্ক মনোহর। পদত্যাগ করা এই সভাপতি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যাবেন এবং তার অসমাপ্ত লড়াইকে পরিণতি দেবেন।
পদত্যাগের পর আইসিসি বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে মনোহরকে থেকে যাওয়ার অনুরোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই আলোকে গতকাল মনোহর বলেছেন, ‘বোর্ড পরিচালকরা যে বিশ্বাস, শ্রদ্ধা ও ভালোবাসা দেখিয়েছেন, তার প্রতি আমাকে শ্রদ্ধা দেখাতে হবে।’
তবে মনোহর বলে দিয়েছেন যে, তিনি দীর্ঘকাল এই কাজ করতে পারবেন না। কারণ তার পারিবারিক দায় আছে। বলেছেন, যতদিন তার ‘বর্তমান চ্যালেঞ্জ’ শেষ না হয়, ততোদিন কাজ চালিয়ে যাবেন।
গত ১৫ মার্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাবেক সভাপতি শশাঙ্ক মনোহর। সংস্থাটির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনের কাছে বুধবার সকালেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন।
মনোহর হলেন ভারতের প্রথিতযশা আইনজীবিদের একজন। ২০০৮ থেকে ২০১১ সাল অবধি তিনি বিসিসিআইয়ের সভাপতি ছিলেন। জগমোহন ডালমিয়ার প্রয়াণের পর মনোহর বিসিসিআইয়ের সভাপতির পতে আবারও নির্বাচিত হন।
সেটা ২০১৫ সালের অক্টোবরের কথা। আর সেই ক্ষমতা বলে তখন থেকে আইসিসিরি চেয়ারম্যানের পদে ছিলেন তিনি। আর গত কিছুদিন হল বিসিসিআইয়ের সাথে তাঁর সম্পর্কের টানাপোড়েন চলছে।
এক বিবৃতিতে মনোহর বলেন, ‘আইসিসির বোর্ড আর সদস্য বোর্ডগুলোর সাহায্যে আমি স্বচ্ছ ও নিরপেক্ষ থেকে নিজের সেরা চেষ্টাটা করেছি। তবে, ব্যক্তিগত কারণে সেটা আর চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আমি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছি। আমার পাশে থাকার জন্য, আইসিসিরি ব্যবস্থাপনা বিভাগ আর পরিচালকদের ধন্যবাদ জানাতে চাই।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই