এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ৮ জুয়ারুকে পুলিশ আটোক করে আদালতে প্রেরন করেছে।
বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী গ্রামের মৃত আকবর আলীর পুত্র হাজী নমির উদ্দিন (৪৫) এর বাড়ীতে প্রতিদিনের ন্যয় গত ৫ এপ্রিল রাতে জুয়ার আসর বসায়। গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে পুলিশের ১টি টিম অভিযান চালিয়ে বাড়ীর মালিক সহ ৮ জন জুয়ারুকে আটোক করে। আটোককৃতরা হলেন ডাবরা জিনেশ্বরী গ্রামের হাজী নমির উদ্দিন (৪৫), ছাদেক আলীর পুত্র আমিনুল ইসলাম (২৫), রহিম উদ্দিনের পুত্র জাহেরুল ইসলাম (৩৫), সমারু চন্দ্র রায়ের পুত্র নারায়ন চন্দ্র রায় (৩৩) শাল বাড়ি ডাবরা গ্রামের দোখুল বর্মন এর পুত্র জিতেন বর্মন (২৮), আবুল ইসলামের পুত্র সিরাজ উদ্দিন (৪০), আব্দুল করিমের পুত্র আজিজুল ইসলাম (৩৫), মরিচা চৌধুরী পাড়া গ্রামের আব্দুল হাই এর পুত্র নুর ইসলাম (৩২), কে গ্রফতার করে আদালতে প্ররণ করেছে।
এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন, জানায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দ্বায়ের করা হয়েছে। যার নং-৫, তারিখঃ-০৬/০৪/২০১৬ ইং।