এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জের বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ মেয়ে উধাও এর ঘটনায় এলাকায় তোলপাড়, দিনাজপুর থানা হতে উদ্ধার, জনমনে ধারনা অপহরেনের ঘটনা।
বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুসুমতৈড় আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের ৬ষ্ঠ শেণীর ছাত্রী জামালপুর গ্রামের সুভাষ চন্দ্র রায় কাইঠালুর কন্যা সুরভী রানী রায় (১৩) এর নেতৃত্বে সহপাঠি একই গ্রামের রতন চন্দ্র রায়ের মেয়ে শোভা রানী রায় (১৩), সাইদুল বৈজ্ঞানিকের মেয়ে মোছাঃ স্বপ্না খাতুন (১৩), মোঃ বাদল হোসেনের মেয়ে মোছা জেসমিন খাতুন (১৩) ও মোঃ জিয়ারুল ইসলামের মেয়ে মোছাঃ জিন্না খাতুন (১৩) সহ ৫ জন গত ৪ এপ্রিল সকালে স্কুল ড্রেস পড়ে বিদ্যালয়ে যাওয়ার কথাবলে ৬ষ্ঠ শ্রেনীর ৫ জন ছাত্রী বাড়ী হতে বের হয়ে দিনাজপুর নাবিল পরিবহনে গিয়ে ঢাকা যাওয়ার জন্য টিকিট কাটতে গেলে কাউন্টার মাষ্টারের সন্দেহ হলে তিনি দিনাজপুর থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ স্কুল ছাত্রীদের উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আটক করে বাড়ীতে সংবাদ দেয়। সংবাদ পেয়ে কুসুমতৈড় আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদের নেতৃত্বে অভিভাবক সহ স্থানীয় তোবারক আলী তাবার, আবু বক্কর সিদ্দিক, আজিজুল ইসলাম ও অন্যরা থানা থেকে জিম্মায় বাড়ীতে ফিরিয়ে আনেন। স্কুল ছাত্রী উধাও এর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে দলে দলে মানুষ ঘটনা জানতে স্কুলে ও ছাত্রীদের বাড়ীতে গিয়ে ভীর করছে। এ ঘটনার পিছনে নারী ও শিশু পাচারকারী দলের কোন সদস্য জড়িত কিনা অনুসন্ধান চলছে।