এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে চলতি মৌসুমের গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গত বৃহস্পতিবার বিকেলে বীরগঞ্জ উপজেলা সরকারী খাদ্য গুদাম প্রাঙ্গনে বিশিষ্ঠ ব্যবসায়ী কৃষক আলহাজ্ব মোঃ মকসেদ আলীর কাছে প্রতি কেজি ২৮টাকা হারে ২০ হাজার কেজি ও ৫৬ হাজার টাকা টাকা ব্যাংক একাইন্টের মাধমে পরিশোধ সাপেক্ষে গম সংগ্রহ অনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন, পৌর মেয়র আলহাজ্ব মাওঃ মোহাম্মদ হানিফ। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বীরমুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা আহবায়ক মো. কামাল হোসেন, এলএসডি কর্মকর্তা মো.সাইফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসিফ রেজা রুবেল।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বীরমুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার জানান, বীরগঞ্জ ও কবিরাজহাট এলএসডি খাদ্য গুদামে সরসরি কৃষকের কাছ থেকে ১হাজার ৭৪৩ মেট্রিকটন কেনা হবে এবং ব্যাংক একাউন্টের মাধ্যমে মুল্য পরিশোধ করা হচ্ছে।